Prioty is Now Become Ms. Earth International
চলতি মাসের ৯ তারিখ বাংলাদেশে এসেছেন মিস আয়ারল্যান্ডখ্যাত মাকসুদা আক্তার প্রিয়তি। এসেই ব্যস্ত হয়ে পেড়েছেন নানা রকম দাতব্য কর্মকান্ডে। প্রয়োজনে ছুটে বেড়াচ্ছেন ঢাকা-চট্টগ্রামে।
প্রথমবারের মতো তিনি বসন্তও পালন করেছেন বাসন্তী সাজে। সেদিন তিনি রক্তদান করেছেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য। তারই মধ্যে উড়ে এলো নতুন এক সুখবর। অনেক পালকের ভিড়ে প্রিয়তির মুকুটে যোগ হলো আরো একটি দারুণ স্বীকৃতি। মিস আর্থ ইন্টারন্যাশনাল নির্বাচিত হয়েছেন তিনি।
— Posted on February 18, 2016 at 12:58 pm