Prioty Has Awarded “Beauty With Purpose”
পুরস্কার পেতে কে না পছন্দ করে? আর তা যদি হয় জীবনের প্রথম পুরস্কার, তবে উচ্ছ্বাসের মাত্রাটা দিগুণেরও বেশি হওয়াটা স্বাভাবিক। তেমনি এক পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল মাকসুদা আক্তার প্রিয়তি। ‘মিজ আয়ারল্যান্ড ২০১৪’ ও ‘মিজ আর্থ ২০১৫’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ প্রিয়তির মুকুটে যুক্ত হল আরেকটি পালক। তিনি জিতলেন জীবনের প্রথম অ্যাওয়ার্ড।
— Posted on February 7, 2016 at 5:30 am