Ms Earth Internation Maksuda Akhter Prioty
মিস আয়ারল্যান্ড খ্যাত বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি জিতেছেন ‘মিস আর্থ ইন্টারন্যাশনাল ২০১৬’ খেতাব। একজন মিডিয়াকর্মী এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশকে আলোচনায় এনেছেন প্রিয়তি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন কবে বড় হবেন আর কবে গরিবদের পাশে দাঁড়াবেন। সে লক্ষ্যেই কাজ শুরু করেন প্রিয়তি। প্রায় ১৫ বছর আগে পড়াশোনার জন্য পাড়ি জমান আয়ারল্যান্ডে। ছোটবেলা থেকেই শখ ছিল মডেলিং করার। পড়াশোনা করেছেন মাইক্রোসফট সার্টিফাইট সিস্টেম ইঞ্জিনিয়ারিং নিয়ে। তারপর অর্গানাইজেশন ডেভেলপমেন্টের ওপর ডিপ্লোমা এবং ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি। পরবর্তীতে গত্বাঁধা জীবনের ছন্দ পাল্টাতে যোগ দেন সুন্দরী প্রতিযোগিতায়। স্বল্প সময়ের সফরে দেশে এসে সামাজিক কর্মসূচিতে অংশ নেন। কাজ করছেন সুবিধাবঞ্চিত এসব শিশুর স্কুল নিয়ে।
— Posted on March 7, 2017 at 11:57 am