Mounira’s Song for Her Mother
মা মাকসুদা আকতার প্রিয়তির জন্য গান লিখল তার মেয়ে মৌনীরা। সেই গান লেখার ভিডিও ও মেয়ের কণ্ঠের গান এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছেন প্রিয়তি। সেখানে তিনি লিখেছেন, ‘আমার মেয়ে আমার জন্য গান লিখছে। অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম কী যেন গুনগুন গাইছে আর লিখছে। ফাঁক দিয়ে ভিডিওটি করলাম।’
— Posted on November 27, 2016 at 12:00 am