Model of the year is Prioty
একের পর এক সাফল্য জুড়ছে বাংলাদেশী মডেলকন্যা মাকসুদা আক্তার প্রিয়তির ঝুড়িতে। সেই ধারাবাহিকতায় আয়ারল্যান্ডের শোবিজে সুপরিচিত এই মডেল এবার ‘মডেল অফ দ্যা ইয়ার’ এর খেতাব পেলেন। ‘আইরিশ ফ্যাশন এন্ড গ্ল্যামার ম্যাগাজিন’ এর পক্ষ থেকে ‘ন্যাচারাল বিউটি’ বিভাগে তিনি এ খেতাব অর্জন করেন। এ ব্যপারে প্রিয়তি জানান, ‘আইরিশ ফ্যাশন এন্ড গ্ল্যামার ম্যাগাজিন’ আয়ারল্যান্ড এর অন্যতম জাতীয় ম্যাগাজিন।
click for more
— Posted on February 23, 2017 at 9:33 pm