Best Model in this year in Irish Glamour is Prioty

বাংলাদেশি বংশোদ্ভূত মাকসুদা প্রিয়তি আয়ারল্যান্ডের বর্ষসেরা মডেল নির্বাচিত হয়েছেন। তিনি ন্যাচারাল ক্যাটাগরিতে আইরিশ গ্ল্যামারে চলতি বছরের সেরা মডেলের খেতাব অর্জন করেছেন বলে জানিয়েছেন।

এই সাফল্যে দারুণ খুশি প্রিয়তি। আয়ারল্যান্ড থেকে তিনি বলেন, ‘ভাবতেই ভালো লাগছে যে আমি আয়ারল্যান্ডে অনেকগুলো প্রতিযোগী টপকে সেরা আইরিশ গ্লামার মডেলের খেতাব পেয়েছি। এর মাধ্যমে আমি আবারো বিশ্ব মঞ্চে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। আগামীতে এই সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সকলের দোয়া চাই।’

click for more

— Posted on December 29, 2016 at 10:46 am

Leave a Reply

Your email address will not be published.