” সন্তানদের সঙ্গে ঈদ করলেন প্রিয়তি”
বেশ কয়েক বছর পর দুই সন্তানের সঙ্গে ঈদ উদ্যাপন করলেন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী মাকসুদা আকতার প্রিয়তি। দুই সন্তান আবরাজ ও মৌনিরাকে নিয়ে তিনি থাকেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরে। পেশায় বৈমানিক। এ কারণেই ঈদের দিন সচরাচর ছুটি মেলে না তাঁর। থাকতে হয় আকাশে।
— Posted on July 8, 2016 at 4:14 pm