ভক্তদের প্রশ্নের উত্তর দিলেন প্রিয়তি
বিনোদন ডেস্কঃ বাংলাদেশী তরুনী মিজ মাকসুদা আকতার প্রিয়তির সাফল্যে বাংলার মানুষ সত্যিই গর্বিত। আর সে কারনেই তাকে ফেসবুকে পেয়ে অতি সহজেই তার ভক্তরা বিভিন্ন অজানা প্রশ্নের উত্তর খোজেন। এরই ধারাবাহিকতায় মিজ প্রিয়তি তাঁর ভক্তদের ইনবক্সে পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন নিজ ফেসবুক পেইজে। প্রিয়তি যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো–
— Posted on June 24, 2016 at 12:00 am