বাংলাদেশি মডেলের ছবি সোয়া ২ কোটি টাকায় বিক্রি
রেজাউল করিম, চট্টগ্রাম : বাংলাদেশে জন্মগ্রহণকারী মডেল ও অভিনেত্রী মিস আর্থ ইন্টারন্যাশনাল খেতাবপ্রাপ্ত এবং আয়ারল্যান্ডের ২০১৬ সালের সেরা মডেল মাকসুদা আক্তার প্রিয়তীর একটি ছবি আড়াই লাখ ইউরোতে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় সোয়া দুই কোটিও বেশি।
প্রিয়তীর বিখ্যাত এ ছবিটি ক্যানভাসে এঁকেছেন বিশ্বখ্যাত আইরিশ চিত্রশিল্পী জিম ফিটজ প্যাটরিক। ক্যানভাসে আঁকা নিজের ছবি আড়াই লাখ ইউরোতে বিক্রি হওয়ার সত্যতা এ প্রতিবেদকের কাছে নিজেই নিশ্চিত করেছেন মডেল প্রিয়তী। ছবিটি কিনেছেন ফ্রান্সের এক ব্যক্তি।
প্রিয়তী বলেন, বেশ কিছু দিন আগে বিখ্যাত চিত্রশিল্পী জিম ফিটজ প্যাটরিক তাকে মডেল করে একটি ছবি আঁকেন। এ ছবির বিনিময়ে প্রিয়তীকে উপযুক্ত সম্মানিও দেন তিনি। এরপর এ শিল্পীর ছবিটি আড়াই লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় সোয়া দুই কোটি টাকা দিয়ে কিনে নিতে আগ্রহ প্রকাশ করেন ফ্রান্সের এক ব্যক্তি। তবে চিত্রশিল্পী নিজে এখনো ক্রেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।
— Posted on March 27, 2017 at 8:02 am