প্রিয়তির সেই ছবি বিক্রি হলো আড়াই লাখ ডলারে

Author

Discussion No Comments

Tags

 

ঢাকা:  বিখ্যাত চিত্রশিল্পী জিম ফিটজ প্যাটরিকের তুলিতে ক্যানভাসে ফ্রেমবন্দি হয়েছেন বাংলাদেশী মডেল মাকসুদা আক্তার প্রিয়তি। খবরটি পুরনো হলেও নতুন খবর হচ্ছে, সেই ছবি বিক্রিও হয়ে গেছে।

আর এর দাম শুনলে পাঠকের চোখ কপালে উঠতে বাধ্য। ছবিটি বিক্রয় হয়েছে আড়াই লাখ ইউরোতে অর্থাৎ ২ লাখ ৬৯ হাজার মার্কির ডলার প্রায়!

এই সুখবরটি ফেসবুকে দিয়েছেন প্রিয়তি। তিনি লিখেছেন, শিল্পী জিম নিজেই তাকে এই সুসংবাদ জানিয়েছেন। ছবিটি কিনেছেন এক ফরাসি। আগামী জুলাই বা আগস্ট মাসের কোনো এক দিন আনুষ্ঠানিকভাবে ছবিটি হস্তান্তর করা হবে।

 

জিম ফিটজ প্যাটরিকের খ্যাতি নতুন করে বলার কিছু নেই। চে গুয়েভারার যে ছবিটি আজকাল তরুণদের টিশার্টে দেখা যায় সেই ছবিটি এঁকেছেন তিনিই। বলতে গেলে এই ছবিটিই তাকে বিখ্যাত করেছে। এরপর আরো অসংখ্য নন্দিত ছবি এঁকেছেন জিম।

Click More

 

— Posted on March 25, 2017 at 2:55 am

Leave a Reply

Your email address will not be published.