তনু হত্যার বিচার পেতে কি ৪৫ বছর লাগবে?
আমরা বাঙালি জাতি। আমাদের সভ্যতা হাজার বছরের, কিন্তু আমরা কি পেরেছি এখনো সভ্য হতে? শুধু আমার মনে কেন এই প্রশ্ন এখন সবার যারা সভ্য। সভ্য মানে আবার যারা সভ্যতার পোশাক পরা তাদের কথা বলছি না। যারা সভ্য হতে অসভ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে অচেনা কোনো নারীর ন্যায় এর জন্য। আমি সেইসব সভ্য মানুষের কথা বলছি।
— Posted on April 1, 2016 at 1:46 am