কষ্ট পেয়েছেন প্রিয়তি
শাড়ী, চুড়ি, গয়না-গাটি নয়, পহেলা বৈশাখে সরকারের কাছে নিরাপত্তা চাইলেন মিস আর্থ ইন্টারন্যাশনাল খেতাবপ্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী মাকসুদা আক্তার প্রিয়তি। নিজের জন্য নয়, নিরাপত্তা চেয়েছেন বাংলাদেশের সকল মানুষের জন্য। সকল নারীর জন্য। শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে প্রিয়তি আরও জানান, এখনও গত পহেলা বৈশাকে নারীর শ্লীলতাহানির ঘটনা বিদেশিরা তাকে মনে করিয়ে লজ্জ্বা দেয়।
— Posted on April 8, 2016 at 8:57 am