আবারো বলিউডকে না প্রিয়তির
বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি মডেলিং করে বিশ্ব মাতিয়েছেন অনেক আগেই। এখনো এ কাজটি তিনি চালিয়ে যাচ্ছেন সমান তালে। আর ফটোশুট? সেটাও তো তার নিত্যদিনের ঘটনা। এদিকে অভিনেত্রী হিসেবেও তিনি বেশ কয়টি ছবিতে কাজ করেছেন, গত বছর ‘দ্য ওয়ান্ডারল্যান্ড’ ও ‘কু কুলাইন’ নামে দুটি আইরিশ ছবিতেও অভিনয় করেছেন। দ্য ওয়ান্ডারল্যান্ডে প্রিয়তির চরিত্র প্রিন্সেস আর্মেনিয়া, আর কু কুলাইনেও প্রিয়তিই কেন্দ্রীয় চরিত্র।
— Posted on March 31, 2016 at 12:00 am