প্রিয়তির বডি পেইন্টিং
খুব স্বল্পসংখ্যক বাংলাদেশি মডেল আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেয়েছেন। যারা আলোচনায় রয়েছেন তাদের একজন মাহমুদা আক্তার প্রিয়তি। আলোচনা হবার কারণটাও বেশ যুক্তিযুক্ত। কুমিল্লায় জন্মগ্রহণ করা এ মডেল ২০১৪ সালে ‘মিজ আয়ারল্যান্ড’ হিসেবে ভূষিত হন। এরপর বিশ্বের দেশসেরা সুন্দরীদের প্রতিযোগীতা ‘মিস আর্থ ২০১৫’ তে প্রথম রানারআপ হওয়ার পাশাপাশি বিশেষ বিবেচনায় ২০১৬ এর প্রথমদিকে ‘মিস আর্থ ইন্টারন্যাশনাল’ হওয়ার গৌরবও অর্জন করেন।
— Posted on October 24, 2016 at 12:00 am