শিশু কখনো নাযায়েজ হয় না – প্রিয়তি
বাংলাদেশি বংশোদ্ভুত ও আয়ারল্যান্ড প্রবাসী মিস আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আক্তার প্রিয়তি। কাজ করছেন প্রতিবন্ধীদের জন্য। এছাড়া কাজ করতে চায় শিশুদের পারিবারিক যৌন হয়রানী নিয়েও। প্রবাসে বসেও ভালোবাসেন প্রিয় বাংলাদেশকে। এর প্রমান আমরা তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিয়মিত পেয়ে থাকি।
— Posted on June 13, 2016 at 12:00 am