প্রিয়তির স্বপ্নের ফটোশুট
আয়ারল্যান্ড থেকে প্রিয়তিই জানালেন খবরটা। ‘আপনাদের প্রিয়তি এখন এক্সপেনসিভ (ব্যয়বহুল) মডেলদের দলে ঢুকে গেল।’ কথাটা বলেই একটা হাসির ইমো পাঠালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপর যোগাযোগ করা হলে বাংলাদেশি বংশোদ্ভূত আয়ারল্যান্ডপ্রবাসী মডেল ও অভিনেত্রী মাকসুদা আকতার প্রিয়তি বললেন, ‘দ্য মামি রিটার্নস’ ছবির একটি চরিত্রের আদলে ফটোশুট করছেন তিনি।
— Posted on May 4, 2016 at 3:12 pm