” ছোটবেলার ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা”
নিজের ছোটবেলার ছবি ফেসবুকে প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাকসুদা আকতার প্রিয়তি। বাংলাদেশি বংশোদ্ভূত এ মডেল ও অভিনেত্রী আয়ারল্যান্ডপ্রবাসী। সেখানেই কাটিয়েছেন এবারের ঈদ। নিজের দুই সন্তান ও পরিচিত বাঙালিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সেই সঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন ২০০১ সালে তোলা একটি ছবি। সেখানে তিনি লিখেছেন, ‘আমার কিউট কিউট ভক্ত ও লাভলী লাভলী শুভাকাঙ্ক্ষীদের জন্য আমার পক্ষ থেকে ঈদের ছোট্ট উপহার, ‘‘ছোট্টকালের প্রিয়তি’’।’ ছবিতে ছোট্ট প্রিয়তিকে শাড়ি পরা অবস্থায় কপালে হাত দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে।
— Posted on September 14, 2016 at 3:30 pm