Daughter Acting on a Childhood Story of Her Mom
কথা ছিল, প্রিয়তির জীবনী নিয়ে নির্মাণ করা হবে একটি সিনেমা। কিন্তু বিশেষ কারণে সেটা আটকে গেছে। এবার তাঁর জীবনকাহিনির ছায়া অবলম্বনে পুরোদস্তুর একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন আয়ারল্যান্ডের নির্মাতা কিরন ডেভিস। এই ছবির মূল চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আয়ারল্যান্ডপ্রবাসী মডেল ও অভিনেত্রী মাকসুদা আকতার প্রিয়তি। গত শুক্রবার মিজ আয়ারল্যান্ড খেতাবপ্রাপ্ত এই অভিনেত্রী জানালেন, ছবিটির নাম দ্য মাউন্টেন অব সেরেনিটি। এই ছবিতে প্রিয়তির ছোটবেলার চরিত্রে অভিনয় করবে তাঁর মেয়ে মৌনিরা।
প্রিয়তি বললেন, ‘আমার মেয়ে আমার চরিত্রে অভিনয় করবে।
— Posted on March 14, 2017 at 11:35 am