I will Work for My country, Just awaiting for response: Prioty
কুমিল্লার মেয়ে প্রিয়তি। আট ভাই বোনের মধ্যে তার স্থান সপ্তম। বসবাস আয়ারল্যান্ডে। ১২ বছর বয়স থেকেই পড়াশোনার সুবাদে দেশের বাইরে বর্ডিং স্কুলে থাকা। বাবা মারা গেছেন ছোটবেলাতেই, তাই মা-ই ছিলেন সব। ২০০৮ মা-ও সবাইকে ছেড়ে চলে যান। তাই এখন দেশে আসার পরিমান ও কমে গেছে। সম্প্রতি প্রিয়তি আয়ারল্যান্ড থেকে টেলিফোনে কথা বলেন প্রাণের বাংলার সঙ্গে। বলেন নিজের জীবনের অনেক কথা…
— Posted on February 24, 2017 at 12:00 am