Bangladeshi Prioty Is Famous on Ireland
আয়ারল্যান্ডের বর্ষসেরা মডেল নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মাকসুদা আক্তার প্রিয়তি। দেশটির শীর্ষস্থানীয় ম্যাগাজিন আইরিশ গ্ল্যামারের জরিপে তিনি এই খ্যাতি অর্জন করেন। আলোচিত এই সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি। আইরিশ গ্ল্যামারে আয়ারল্যান্ডের ফ্যাশন শিল্পকে উপস্থাপন করা হয়। তাদের কাছ থেকে বর্ষসেরা মডেল খেতাব পাওয়া অন্যরকম প্রাপ্তি হিসেবেই দেখছেন প্রিয়তি।
— Posted on December 31, 2016 at 12:00 am