একটি খোলাচিঠি
বাংলাদেশে রাস্তায় উচ্চ শব্দের হর্ন ব্যবহার করা নিষিদ্ধ করা উচিত। আইনে হয়তো নিষিদ্ধ আছে। কিন্তু তাহলে কেউ সেটা মানছে না কেন? এটা কি দেখার কেউ নেই? অথচ বিকট শব্দের হর্নের কারণে শব্দ দূষণ হয়। এতে স্কুলগামী শিশু-কিশোর, রোগীসহ পথচারীদের নানা রকম সমস্যা হয়। এতো বিকট আর ভয়ানক শব্দ/ আওয়াজের মধ্যে একজন মানুষের মন আর মাথা ঠিক থাকে কিভাবে? কিভাবে ব্রেন ঠিকমতো কাজ করবে। মেজাজ তো অটোমেটিক ভাবে খিটখিটে হয়ে যাওয়ার কথা। মানসিক ভাবে অজান্তেই অসুস্থ হয়ে যাওয়ার কথা ।
— Posted on July 18, 2016 at 1:30 am