শাস্তি ছাড়া কি নিয়ম মানা যায় না: প্রিয়তি
মাকসুদা আক্তার প্রিয়তি। বাংলাদেশি বংশোদ্ভূত এ তরুণী একজন প্রশিক্ষিত পাইলট। মিস আয়ারল্যান্ড হিসেবে পরিচিতি পেলেও পরবর্তীতে অর্জন করেন মিস আর্থ ইন্টারন্যাশনাল খেতাব। নিজের কাজ ও অর্জনের শাখা-প্রশাখা ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন সেক্টরে। শিশুদের প্রতি ভালোবাসা অনেক। কথা বলেন প্রিয় বাংলাদেশের নানা সমস্যার কথা নিয়েও। আবার উত্তোরণের পথও খোঁজেন।
— Posted on July 19, 2016 at 2:15 pm