ঈদ এবং না বলা কিছু কথা
ঈদ মানে উৎসব। ঈদ মানে আনন্দ। ঈদে ছোটবেলার আনন্দটাই সবচেয়ে বেশি মনে পড়ে। নতুন জামা পরা, মিষ্টান্ন খাওয়া, এ বাড়ি ও বাড়ি ঘুরতে যাওয়া এসব তো ছিলই বাড়তি ছিল ঈদের সালামি। প্রথম ঈদের সালামি কত বছর বয়সে, কত ছিল ঠিক মনে নেই। কিন্তু প্রথম দিকে ৫-১০ টাকার বেশি ছিল না আর যখন দেশ ছেড়েছি তখন সর্বোচ্চ সালামি পেয়েছি ৫০-১০০ টাকা। আমি একান্নবর্তী পরিবারে জন্ম নিয়েছি। আর পরিবারের সদস্য সংখ্যাও ছিল অনেক। আমরা ছয় ভাই দুই বোন। ভাইয়েরা আমার থেকে অনেক বড়। আমার জন্মের আগেই কয়েক ভাইয়ের বিয়ে হয়ে যায় এবং তাদের সন্তানাদিও হয়। তাদের মধ্যে কেউ আমার চেয়ে বড় আবার কেউ আমার সমান সমান। আবার কেউ আমার থেকে কিছুটা ছোট।
— Posted on July 6, 2016 at 12:06 pm