চলচ্চিত্রে প্রিয়তির জীবনী
মাকসুদা আকতার প্রিয়তি। বাংলাদেশে জন্মালেও আয়ারল্যান্ডের নাগরিক। সেখানেই পড়াশোনা শেষ করে ক্যারিয়ার গড়েছেন বিমানের পাইলট হিসেবে। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখের সংসার।
কাজ ও সংসার সামলেও প্রিয়তি সৌন্দর্য আর প্রতিভা দিয়ে জয় করে চলেছেন বিশ্ব। উজ্জ্বল করছেন জন্মভিটা বাংলাদেশের মুখ। তিনি ‘মিস আয়ারল্যান্ড’ খেতাবজয়ী সুন্দরী। বাংলাদেশি বংশোদ্ভূত প্রিয়তি আন্তর্জাতিক মানের একজন মডেল ও অভিনেত্রীও। একজন নারী হয়েও জীবনের প্রতিকূলতাকে তিনি প্রতিনিয়তই বশ করেছেন মানসিক শক্তি আর উদ্যমের আলোয়।
— Posted on October 17, 2016 at 4:02 am