প্রিয়তির জীবনী নিয়ে সিনেমা
বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী মাকসুদা আকতার প্রিয়তির জীবনী নিয়ে নির্মিত হচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এখন চলছে এর চিত্রনাট্যের কাজ। প্রিয়তি নিজেই লিখছেন চিত্রনাট্য। গতকাল রাতে আয়ারল্যান্ড থেকে এ অভিনেত্রী বললেন, ‘আমার জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে দুজন পরিচালক—রবি ওয়ালশ ও কিরন ডেভিস—আগ্রহ দেখিয়েছিলেন। এর মধ্যে কিরন ডেভিসের সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরে শুটিং শুরু হবে। এর আগে কিরনের দুটি ছবিতেও আমি অভিনয় করেছি।’
— Posted on October 17, 2016 at 2:11 am