নতুন সাফল্যের পথে প্রিয়তি
এবার ‘বেস্ট বিউটি কুইন’ ফ্রম ইউকে বেফটা (বিইএফএফটিএ) অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মিস আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আক্তার প্রিয়তি। সুখবরটি প্রিয়তি তার ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। একইসঙ্গে ভক্ত-সমর্থকদের কাছে ভোট আহ্বান করেছেন তিনি।
— Posted on September 28, 2016 at 12:39 am