Bollywood Producer Offered an Immortal Deeds
মিজ আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আকতার প্রিয়তি যেন সফলতার সিঁড়ি বেয়ে দিন দিন নিজেকে নিয়ে যাচ্ছেন আরও উঁচুতে। একের পর এক পেয়ে যাচ্ছেন চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব। আইরিশ দুটি ফিল্মে তো কাজ করছেনই, বাংলাদেশ থেকেও পেয়েছেন অভিনয়ের প্রস্তাব। তবে ইন্টারন্যাশনাল তারকা বলে কথা। তাই তো বলিউড থেকেও এসেছে কাজের প্রস্তাব। তবে তার ভাগ্য বুঝি এখানেই শেষ হয়ে যাচ্ছে বারবার।
— Posted on March 30, 2016 at 1:25 pm