আয়ারল্যান্ড ক্রিকেট দলের আমন্ত্রণ পেলেন প্রিয়তি
প্রায় ১৫ বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনয়শিল্পী মাকসুদা আকতার প্রিয়তির। ২০১৪ সালে পেয়েছেন ‘মিজ’ আয়ারল্যান্ড খেতাব। অভিনয় করছেন আয়ারল্যান্ডের চলচ্চিত্রে। সেসব অবশ্য পুরোনো খবর। নতুন খবর হলো, মিজ আয়ারল্যান্ড হিসেবে প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে খেলা দেখার আমন্ত্রণ পেয়েছেন এ মডেল। গতকাল বেশ উচ্ছ্বসিত হয়েই বললেন, ‘আমি প্রথমবারের মতো ক্রিকেট খেলা দেখতে স্টেডিয়ামে যাচ্ছি। তাও সরাসরি আয়ারল্যান্ড দলের আমন্ত্রণ পেয়ে। তারা মিজ আয়ারল্যান্ড হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
— Posted on June 18, 2016 at 12:51 pm