রাষ্ট্রের কাছে বিশ্ব সুন্দরী প্রিয়তির চাওয়া
বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল মাকসুদা আক্তার প্রিয়তি গেল ১৪ বছর ধরে স্থায়ীভাবে আয়ারল্যান্ডে বাস করছেন। প্রিয়তি ‘মিজ আয়ারল্যান্ড ২০১৪’ ও ‘মিজ আর্থ ২০১৫’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন। মডেলিং অভিনয়ের পাশাপাশি প্রিয়তি নানা সমাজসেবামূলক কাজেও জড়িত। মাঝে মাঝেই প্রিয়তি ফেসবুকে নানান সমস্যা নিয়ে সচেতনতামূলক পোস্ট দিয়ে থাকেন। এবার পহেলা বৈশাখ উপলক্ষে প্রিয়তি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিছু পরামর্শ দিয়েছেন, তবে তাতে রয়েছে আক্ষেপের সুর।
— Posted on April 8, 2016 at 1:29 am