Prioty On Her Words And Stood On The Side: “It Was Not Tolerated The Suffering Of The Boy ‘
সেই মৃত্যুপথযাত্রী কিশোর জিহাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত প্রবাসী মডেল, বৈমানিক, মিস আয়ারল্যান্ড ও মিস আর্থ মাকসুদা আক্তার প্রিয়তি। মঙ্গলবার দুপুরে সুদূর আয়ারল্যান্ড থেকে দেশে ফিরেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ছুটে যান তিনি। গত এক মাসের বেশি সময় ধরে ঢামেকে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন জিহাদ। ভেন্টিলেটর মেশিনে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বেঁচে থাকা জিহাদকে দেখে দু’চোখ ছলছল হয়ে উঠে প্রিয়তির।
— Posted on February 10, 2016 at 1:38 am