Prioty Is At Side Of The Child Named Jihad.
তিন রাত ঘুমাননি। উড়ে এসেছেন আয়ারল্যান্ড থেকে। সাগর-মহাসাগর পেরিয়ে যখন বাংলাদেশে পা রেখেছেন মাকসুদা আকতার প্রিয়তি, তখন সকাল সাড়ে ১০টা। কিন্তু নির্ঘুম রাত কিংবা পথের ক্লান্তি কোনো কিছুই তাঁর মধ্যে নেই। বিকেলে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এলেন, তখন প্রিয়তি যথারীতি প্রাণবন্ত।
— Posted on February 10, 2016 at 6:32 pm