Ms. Earth International is Now Prioty
মিজ আয়ারল্যান্ডখ্যাত মাকসুদা আক্তার প্রিয়তি বাংলাদেশে এসেছেন এ মাসের ৯ তারিখ। এর পর বিভিন্ন দাতব্য কাজে চষে বেরিয়েছেন পুরো ঢাকা। শুধু তা-ই নয়, বসন্ত উৎসবের দিনেও রক্তদান করেছেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য।
— Posted on February 18, 2016 at 12:00 am