An Wondeful Evening at Priyo
বাংলাদেশের মেয়ে মাকসুদা আকতার প্রিয়তি। মিজ আয়ারল্যান্ড, মিজ আর্থ, মিজ আর্থ ইন্টারন্যাশনাল অনেক উপাধিতে নিজেকে পরিচিত করেছেন। সম্প্রতি তিনি এসেছিলেন নিজ দেশে। ১২ দিনের সংক্ষিপ্ত সফর ছিল তার। আর এই অল্প সময়ে নিজেকে ব্যস্ত রেখেছিলেন বিভিন্ন কর্মকাণ্ডে। এতো ব্যস্ততার মধ্যেও যেন সবার সঙ্গেই যোগাযোগ রাখার চেষ্টা ছিল তার। তারই ধারাবাহিকতায় তিনি তার ব্যস্ততার এক ফাঁকে এসেছিলেন প্রিয়.কমের অফিসে।
— Posted on February 22, 2016 at 4:05 pm