Prioty Has Come To Dhaka.
বাংলাদেশের মেয়ে ‘মিজ আয়ারল্যান্ড’ ও ‘মিজ আর্থ’খ্যাত মাকসুদা আকতার প্রিয়তি এখন ঢাকায়। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকায় নেমেছেন বলে জানালেন এ তারকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (একুশে ফেব্রুয়ারি) শহীদের প্রতি সম্মান জানানো অন্যতম কারণ বলে জানালেন তিনি। এছাড়াও সামাজিক ও জনহিতকর বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে তার এবারের ঢাকা সফর।
— Posted on February 9, 2016 at 2:26 pm