I Want To Be Beloved For All : Prioty

Author

Discussion No Comments

Tags , , , ,

অতি প্রিয় জীবন। যেখানে আছে ভালোবাসা। এক পৃথিবী ভালোবাসা। এ জীবন চলে কিভাবে ভালোবাসা বিহনে? শ্রাবণের কোন এক মেঘলা দিনে বেলকুনিতে বসে বসে ভাবছে প্রিয়তি। এক পসলা বৃষ্টি এসে প্রিয়তিকে অতি প্রিয় করে দেয়। হাত বাড়ায় প্রিয়তি। কিছু বৃষ্টির জলে নিজেকে স্নিগ্ধ করে। আহ! কি তৃপ্তি। এ তৃপ্তি তো পাওয়ারই কথা তাঁর। তিনি প্রকৃতি ভালবাসেন। অনেক ভাবেই ভালোবাসা যায়। তবে ভালোবাসার বিনিময়ে প্রকৃতি শুধু দিয়েই যায় কিছু নিতে জানে না। উল্টো আমরা প্রকৃতির ভালোবাসা উপেক্ষা করে কেড়ে নেই তাঁর জীবন। এ মানব জনম আর হবেনা। এক জীবনে যদি কারও কল্যাণ করতে না পারা যায় তাহলে এ জীবনই বৃথা।
click for more

— Posted on December 26, 2015 at 11:49 am

Leave a Reply

Your email address will not be published.