Sky-High Dream
২৬ বছরের জীবনের গল্প আমার পক্ষে ১২০০ শব্দে, এমনকি ১২০০ পাতায় লেখা সম্ভব নয়। তবুও আমি লিখছি। ছেলেবেলায় সবার জীবনই থাকে সাধারণ। ধীরে ধীরে আমরা সবাই হয়ে উঠি অন্য রকম। একেকজনে একেক রকম। আমিও সাধারণ ছিলাম। যদি নস্টালজিয়ার হাত ধরে একটু হাঁটি, প্রথমেই চোখে পড়ে আমার সেই প্রিয় ফার্মগেটের বাসা। পরিবারে দুই ভাই।এরপর আমিই ছিলাম প্রথম মেয়ে। আমার বাবার ‘প্রিয়তি’ আর আমার ছয় ভাইয়ের প্রিয় ‘চুমকি’। খুব আনন্দের মধ্যেই কাটছিল ছেলেবেলা।
— Posted on November 6, 2015 at 3:13 am