Prioty Leads To Top 10 In Ms. Earth International
বিশ্বের অন্যতম সুন্দরী প্রতিযোগিতা ‘মিজ আর্থ-২০১৫’–এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুন্দরী মাকসুদা আকতার। তাও আবার সেরা ১০-এ। মাকসুদা আকতার সবার কাছে ‘প্রিয়তি’ নামে পরিচিত।
দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় অনুষ্ঠিত হচ্ছে ‘মিজ আর্থ-২০১৫’ প্রতিযোগিতা। বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসা মেয়েরা লড়ছেন এই প্রতিযোগিতায়। স্থানীয় সময় অনুযায়ী আজ এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মিজ আর্থ প্রতিযোগিতায় প্রিয়তি আয়ারল্যান্ডের প্রতিনিধি হয়ে লড়ছেন।
click for more
— Posted on February 15, 2015 at 12:05 am